কথা বলতে হবে,বেশী বেশী করে কথা বলতে হবে। কথা কমে গেলেই সম্পর্ক দুর্বল হয়ে পড়বে।যত শেয়ার তত কেয়ার " এটাই ঠিক, এটাই সত্য।


সবার কাছে চুপচাপ থাকা মানুষটিও তার পছন্দের মানুষটার সাথে ঘন্টার পর ঘন্টা গল্প করতে পারে।
হ্যাঁ যেখানে ভালোবাসা আছে যেখানে সম্পর্ক আছে সেখানে কথাও চলবেই। অনেক অনেক কথা প্রয়োজনীয় অপ্র‌য়োজনীয় কথা, সুখ দুঃখের নানান কথা ।এই কথার ভিতরে নিজের কথা কিংবা সংসার সমাজ রাষ্ট্র এমনকি বিশ্বের নানান বিষয় ঢুকে যেতে পারে। ঢুকে যেতে পারে মঙ্গলগ্রহের মতো বিষয়ও।


মোটকথা হলো সম্পর্ক ভালো থাকলে সে সম্পর্কে ভালোবাসা থাকলে যে কথাই হোক না কেন সবই ভালো লাগে, সবই মধুর লাগে।


কিন্তু যখন ভালোবাসা কমে যায় তখন কথাও কমে যায় কিংবা কথা কমে গেলে ভালোবাসা কমে যায়। বেড়ে যায় শুধু দ্বিধা আর দূরত্ব।যেখানে ঘন্টার পর ঘন্টা কথা চলতো সেখানে পাঁচ মিনিট কথা বলার মতো বিষয় খুঁজে পাওয়া যায় না।দুইপাশে কথার সংকট চলে, সেই সাথে সংকটে পড়ে সম্পর্ক।


সুতরাং অভিমান অভিযোগ যাই হোক কথা বলতে হবে।কথা বলতে হবে মনের আনন্দের জন্য, কথা বলতে হবে সম্পর্ককে সুস্থ রাখার জন্য, কথা বলতে হবে একে অন্যকে বুঝার জন্য, কথা বলতে হবে আরও বেশী ভালোবাসার জন্য।


|| বিপুল চন্দ ||
০৮ || ০৭ || ২০২০