আমি তো বলেছিলাম _ ভালোবাসি ভালোবাসি,
তুমিই তো ব্যাঙ্গ মুখে _ করলে কত হাসাহাসি।
আমি তো দেখেই গেলাম_সাঁঝের নৌকায় সাজলে বধু,
তুমিই তো ভেবে নিলে _ টাকায় আছে সকল মধু।


তুমিও আজ জেনে গেলে _ টাকার ভেতরও কষ্ট আছে,
আমিও তাই মেনে নিলাম_টাকার থেকেও হৃদয় কাছে।


টাকা - হৃদয় হৃদয় - টাকা_ সময় বলে কোনটা বড়,
টাকায় যদি অহং পোষে _  বলবো তবে হৃদয় ধরো।
কিছু কথা বলবে জীবন _ সুযোগ বুঝে জেনে নিও,
কিছু ব্যথা গোপন রেখেই _ সাঁঝের ভাঁজে আলো দিও।
________
সিলেট,বাংলাদেশ।