আমার এ দেশকে আমি বড় ভালবাসি
মায়ের সমান জননী জন্মভূমি
এদেশের মেঘেরা উড়ে বেড়ায় অসীম গগন জুড়ে
মেঘের খেলায় মত্ত হয়ে কবিতার ছন্দ গড়ি।


এদেশের নদীর নতুন নৃত্যে হয়ে যাই আত্মহারা
নিদ্রা ছাড়িয়া ডাহুক পাখিরা দিতে থাকে পাহারা
গুরম্ন গুরম্ন মেঘের ডাকে ময়ূরী পেখম মেলে
রাখালের বাশির সুরে মাঠে মাঠে গরম্ন চরে
পলস্নব কিশালয় প্রস্ফুটিত হয় নব বসনেত্ম
আত্মহারা হয়ে যাই নদনদী শস্য শ্যামল দৃশ্যে।


এদশের কৃষক লাঙ্গল দিয়ে মাটির সাথে করে যুদ্ধ
হাতুড় শাবল চালায়ে মজুর দেশকে করে তোলে শুদ্ধ
সন্যাসী বাউল গান গেয়ে যায় একতারা হাতে নিয়ে
গায়ের বধূরা জল ভরে সব নদীর ঘাটেতে গিয়ে।


জীবনের সাথে সংগ্রাম করে এদেশের মাঝি ভাই
পাল তুলে দিয়ে উদাসী প্রহরে ভাটিয়ালী গান গায়
বঙ্গবন্ধুর বজ্রকন্ঠে কঠিন নির্দেশ পেয়ে
মা-গো তোমাকে মুক্ত করেছি বুকের রক্ত দিয়ে।


শত্রম্নর সাথে যুদ্ধ করেছি বাঁচার এক তীব্র বাসনা নিয়ে
কোথাও যেতে মন নাহি চাই তোমাকে একাকী ছাড়ি
প্রকৃতির সাথে যুদ্ধ করে মোদের জীবন গড়ি।


কত মহাজন ঘুমিয়ে রয়েছে তোমার কোমল কোলে
কত মায়া মমতায় কত স্নেহ দিয়ে
আমাদের রেখেছ ধরে
মায়ের সমান জননী জন্মভূমি
তোমার আলোয় তোমার বাসাতে
আমরা বাঁচিয়া থাকি।