সুসংবাদের ভীড়ে দর্শকবিহীন যে প্রশ্ন
উড়ে গেল আজ-
ধৈর্য ছেঁড়া শাপান্ত এক চোখে,
শীর্ষ সংবাদ হয়ে নাচে;
দেখি- নগর দুলছে, আর-
জটিল কুয়াশা আঁকা খুব চেনা এ-পদযুগল
আকাশ পথের যাত্রী হবে, এই ভাবনায়
সাঁতার তুলছে বায়ুকম্পন এড়িয়ে;


বরং গতিশীল এ অরণ্যরেখায় আমাকে রেখে
ফিরে যাও সকলে, ভেসেছিলে যারা
আলোমুগ্ধ তিতিরের গানে- একদিন;


কেননা, ইশারা নাচ শেষ হলে-
ঋতুর গাছে আমিই, গেঁথে যাবো অকল্প বিরহ-