বহুকাল- সেইসব আত্মবৈরী সান্ত্বনার পাশে
অবিরাম সুর শুনে গেছে, আমাদের অন্ধ অহমিকা-
যেনবা স্বার্থপরতা থেকে উত্থিত অন্ধতাকেই করেছে কটাক্ষ,
পরিমিত শিল্পের আশায়!
আমাদের অভিজ্ঞতা থেকে পরিচিতি পেয়েছে অনৈক্য,
মৌন হয়েছে ধারণা, জন্ম নিয়েছে কতিপয় হলুদ নখ; আর-
আমি সেই বিস্ময়মুহূর্তের কথা ভেবেই চলেছি,
সম্মোহনে যার সবটুকু ফোটে নন্দনবিশ্বের অচেনা প্রান্তরে!


এইভাবে বহুকাল পর আমি পৌঁছে যাই
দেবশিশুর ধারণাকুঞ্জে, যেখানে অলৌকিক বেজে উঠেছিল
সম্ভ্রান্ত আপেলবাগান; ঋতুর আগাছা ফুঁড়ে মাঠে মাঠে
বেড়ে উঠেছিল অনন্তের জেদি কালসাপ!