অনন্ত দ্বন্দ্বের মধ্যে কী সুন্দর সুরেলা দুপুর- জীবনের প্রশস্তি গাইতে গাইতে অবিরাম, পৌঁছে যায় লক্ষণরেখায়; সুপরিকল্পিত সেই গমনের ভেতরও নতমুখী ব্যঞ্জনা ফুটে ওঠে, আর উপেক্ষিত ধ্বনির ভেতর কবেকার নষ্টচন্দ্র রাত জলপর্যটনের বিভোর স্বপ্নে খুঁচিয়ে তোলে আর্ত হাহাকার! হৃদচাঞ্চল্য ছাড়া কিছুই অবশিষ্ট নেই আমার; সমুদ্রকাতর ইচ্ছে নিয়ে পৃথিবীর সুপ্রাচীন রোদে হেঁটে যাওয়া ছাড়াও গত্যন্তর নেই-


এভাবেই- দৈনন্দিন বোধের ভেতর যন্ত্রণাসকল পাখা মেলে, আর আততায়ী প্রেমে খণ্ডিত হতে হতে, আকণ্ঠ ডুবে যাই জেদে; রঙমহল ছেড়ে যাওয়ার আগে নাড়িয়ে দিতে চেষ্টা করি প্রথাজর্জর মন আর বর্ণ-বনসাই ক্ষেত; ভাবি, হয়তো বা প্রবেশাধিকার মিলবে অপ্রচল কোনও পথে-  


হে প্রাজ্ঞ বোধ- দ্বিধার দরজা ভেঙে যত খুশি প্রত্যাশা উড়াও-