পাস্তুুরিত দেহ; আকাশদিঘির মিষ্টিজলে চোখ ধুয়ে দেখি, বনভূমি থেকে একটু ওপরেই তোমার বহুবর্ণ উপস্থিতি; ভূমিকাবিহীন রকমারি আলো সাজিয়ে জ্বলছো আর নিভছো; এমন পাহাড়চূড়া খুঁজতে খুঁজতে, সমতলের নদী পেরিয়ে এতদূর আসা!


আমাদের নদীগুলো নিষ্প্রাণ শুয়ে থাকে, পাড় ঘেঁষে কারা যেন বাজিয়ে যায় বিদ্রুপের তীব্র নিনাদ— কর্ণাটকি রাগ; ভুল ও ফুলের মাঝখানে তারই সর্বনাশা টঙ্কারে ফুরফুরে মেজাজে ভেসে বেড়ায় তোমার কৌতূহল, ভাবছো কৃতিত্ব— ভুল ভাবনা; কালিদহে, পাতালবাসিনীর জয়গানও ছিল একদিন; অধিরাজ্যজুড়ে!


এ-বছর নদীজলে শরতের নীল প্রতিবিম্ব দেখা দিলে ঠিক ধুয়ে নেব সম্পর্কের ইতিবৃত্ত; আসন্ন বসন্তের কুহুতানে হৃদয় রাঙিয়ে, যতখুশি অভিশাপ দিও—