শীতহাওয়ায় তুড়ি মেরে- ঘুমুতে গেছে ডোরবেলের ঈর্ষা;
ভেবে নাও- নিঃসঙ্গচর্চিত স্মৃতিগুলো প্রকৃত গণিত এখন
লাজুক হিজলে আহ্বান জানাচ্ছে পৌষের নদী;


নদীর কথায় অস্তিত্ব-অনস্তিত্বে উঠে আসতেই পারে
শীতার্তসন্ধ্যার দাঁড়িয়াবাধা, কিংবা, জমকালো পোশাকে
বিলাসি পৃথিবী- তবুও জীবন এক অদেখা গণিত,
যার ছায়াচিত্রে উল্টে যায় অঙ্কুরোদগমের বর্ণিল ভূমিকা!


হে প্রাজ্ঞ ঠোঁট- দেখো, চিরবসন্তের নাভিমধ্যে কাঁপছে
মৌসুমী ব্যঞ্জনা, কাঁপছে গিরি-ও, অবাঞ্ছিত চুম্বনের রাগে!