অনিদ্রা শয্যায় প্রাগবসন্তের টুপটাপ
সারারাত ঝরলেও ক্ষতি নাই;
শেষ মাঘের উপহাস উপেক্ষা করে
তুমিও জানো পলাশ-কে ফুটতেই হবে।


আমরা বরং একপলক তাকাই চলো-
অজানা-অভীষ্টে ফুটে থাকা রাত্রিপুষ্পে
তার সৌকর্যের বিনিদ্র, মুগ্ধশ্রোতা হই
আর সবটুকু আর্তি পুড়িয়ে-
রক্তে জাগিয়ে তুলি যাপনের কাতরতা;


যদি, দূর-বাহিত কোনও আহ্বান
হঠাৎ কড়া নাড়ে অজস্র-তুমিও কি
রূপায়িত হবে অনৈচ্ছিক মোহে?
এমন আশঙ্কা জাগে, দিগভ্রান্ত হই, তবুও-
তোমার প্রতিশ্রুতিই খোদাই করি
বাসন্তীরঙে।


অনিদ্রা শয্যা, মাঘের টুপটাপ আর আমি
ত্রিভুজ প্রেমে মুখোমুখি এখন-
মাথার ভেতর ভূমণ্ডলের ঐতিহাসিক হাওয়া
উপহাসশাসিত!