তোমাকে হয়তো ফির দেখবো,
নীল শাড়ি পরে আছো দাঁরিয়ে "
কপালে দিয়েছ টিপ, মাথায় শাড়ির আচল, অপলক দৃষ্টি নিয়ে রয়েছো!
হয়তোবা সেই দেখায় তুমি কেদে দেবে, চুপচাপ সুনসান কান্নায় '
দুর থেকে হয়ত দেখবো তোমায়,
নিজেকে বিশ্বাস না করে,আবার চাইবো তোমায়, যেমনটি করন বারি !
এতো সত্যি তুমি, আবার চিরোচেনা পুর্বের সেই মুখ , যে
আমার কাধেঁই মাথা রেখে
বুনতো অভিশপ্ত সপ্নতরী,
আমিও সেই "
কতদিন আগের কথা, কতটা দিন
আমার তো মনে হয়, সামান্য কিছু
ক্ষন আগের স্মৃতি, সত্যি বলছি
দিন যত যায়, ততগুন সামনে আসো
খুব কাছে চলে এসো, সত্যি বলছি
প্রশ্বাস কি থেমে গেলো "
না, এমন কিছুই হয়নি
মনে রেখো, ধরে রেখো
শেষ দেখা হয়নি এখনো।
চোখের পানি অনেক নেমেছে,
এখন ভুলতে পেরেছি ভাবি!
যদি ও খুব সহজ হয়নি,
তবুও অসম্ভব ছিল না, সত্যি
ভুলে গেছি --
তাহলে কারে নিয়ে লিখি এত কিছু
প্রত্তেক টি শব্দ, প্রতিটি অক্ষর, মাত্রা
সবকিছু নিয়ে আমি কি লিখি
কারে নিয়ে পাড়ি দেই এই যাত্রা
তাহলে কি জীবন সুন্দর হলো নাহ!
লাল টিপ নিজের হাতেই দেবো,
বার্ধক্যে হাতের লাঠি নিজেই হবো "
আমি মানুষ হতে চেয়েছি ,
দু সপ্ন ভেঙে আমি এখন আমাকে বুঝেছি, এখন তো সবই শেষ "