হয়তো বা ঝরে যাবো
এই পিচ্ছিল পথ ,
নীল আকাশের মাঝে
হতাশায় হারিয়ে যাবো।
গন্তব্য হারিয়ে ফেলেছি ,
জীবন অভিশাপের মাঝে
অপরাধ বিধাতাই ভালো জানে
মেরুদন্ডহীন মানুষ ,কত সুখ ছিলো
সব হারিয়ে ভাগ্যে আমার ঝরে গেছে
পৃথিবীর প্রথম পাতার আর্তচিৎকার
হয়তো বা জীবন থমকে যাবে
আমার ভাগ্য অবশ হয়ে যাবে
আমার অস্তিত্ব কপাল কেড়ে নিবে
ভেতরের মনুষ্যত্ব, আতংকিত থাকবে
অল্পদিনের অল্পক্ষণ ,অল্পপ্রাণ- অল্প করে দিলো
কী লিখে বুঝাবো, ভেতরের অবস্থা
কি করে দেখাবো, ভেতরের আত্নকাহিনী
কিভাবে বলি, জমানো সব তারার মেলা
হাতে তো হাত নেই
শরিরে তো প্রাণ নেই
দীর্ঘশ্বাসে, হতাশাগ্রস্থ জীবন
প্রিয়তমা বিধাতার প্রিয় হয়ে গেছে
সুখে দু চোখ ভরে জায়
সর্নালী সময় মনে পরেই যায়
আমার ভাগ্যের মৃত্যু হয়েছে
হয়তো বা ঝরে যাবো
শত -আশা, তোমাতেই নির্ভরতা
হাতে হাত রেখে ফিরতে দেরি
ভাগ্যের জন্ম আবার দিবো