হঠাত করে বুক থেমে যায় ,অদ্ভুত শিহরনে ঘুম ভাঙ্গে
আমি কে ? তনয়া -তুমি বেচে আছো ?
বুকের ভেতর খুব ফাটে ,মনে পরে !
যাওয়ার আগে,শেষ হেমন্তে আরেকটু দেখা বাকি ছিল''


ভোর হয় ,রাত কাটে দুয়ারে দুয়ারে আলো -অন্ধকার
অঘ্রান প্রান্তরে আমি চেয়ে থাকি ,এক্দম থেমে গিয়ে ''
কারে খুজি ,কে গেছে হারিয়ে-কারে দেখিনা বহুকাল
মরুভুমির পিপাসা কেউ দেখেনি তনয়া ''-


শেষ রাত্রি ,যাওয়ার কালে নিতান্ত শখের বশে
হয়তো তোমার গাল টেনে বিদায় নেবো
তনয়া আমি ক্ষমা শিখিনি , আমি চাই আমি একা না
আমার সাথে সব শেষ হবে , ধুলোয় বিষাদ হয়ে যাবে


হঠাত করে বুক থেমে যায় ,অদ্ভুত শিহরনে ঘুম ভাঙ্গে
আমার ঘরের নেমপ্লেট এখন বাড়ি সাড়ে তিনহাত ''-
তনয়া তুমি ভেবো না ,আমি ফিরবো -
আবার হয়তো রাতের চাদে তুমি আমি গ্ল্প লিখবো ...।