শুনেছি এক বিশাল বাঙ্লো তে থাকো , কয়েক হাজার ফুলের সোরভ ঘিরে থাকে ,
শুনেছি , সব মনীহা তোমার সিসিলি নরওয়ে তে পূর্ণ হয় '
চাঁদ দেখতে তুমি ঘুরে বেড়াও পুরো পৃথিবী '
ডার্ক রোস্ট এরাবিয়ান কফিতে তোমার বিকেল কাটে
মধ্য রাতে তোমার ঘুম ভাঙ্গে ; চারলেস ডিকেলস এর বই
পড়ে রাত দাও কাটিয়ে ' ...
শুনেছি আমি , পদ্ম পাতা , জবা ফুল - কৃষ্ণচূড়া শালিক -বক
মাঠের আইলে , মাছরাঙ্গা মাছ ধরে '
রাখাল বাশি ভুলে গেছে ,কবিরা কবিতা ভুলে গেছে
অক্ষর এর সাথে দূরত্ত জমে গেছে
পুরো পৃথিবীর সব বাজেট এর টাকা দিয়ে ;
গ্যারি মোর এর একটা গান ' শুনানো কি যাবে !
তাহলে কিসের এত সুখে , দুই হাজার কোটি বছর পর অন্য কোন নক্ষত্রে কি দেখা হবে ?