এ জীবন আর বাঁচতে ইচ্ছা করে না।
ইচ্ছা করে না সকালে চোখ মেলে দেখি নতুন সূর্যের কিরণ।
মেঘের আড়ালে আচ্ছন্ন আজ আলোর বিকিরণ।
নতুন ক্যানভাসে মুক্ত তুলির টান
আজ আর নয় সম্ভব, হাতে বেড়ি পরিয়েছে পিছুটান।
মিথ্যে সে পিছুটান মিথ্যে সে মায়া,
সত্যি শুধু সেই ঘন কালো ছায়া।
আমায় করে অনুসরণ,
হয়তো করবে সারা জীবন, আমৃত্যু-আমরন।
হিজিবিজি দাগ কাটা পুরোনো ক্যানভাস টা-
শুধরাতে আছে শুধু লাল রং টা।
আমার রক্তাক্ত চিত্তের প্রতীক,
নির্জন এই পথের আমি যে একলা পথিক।
হারানো পথ ধরে যদি কোনো দিন
হেঁটে চলি ভয় ডর হীন,
পাবো কি খুঁজে আমার হারানো ধণ?
আর যদি খুঁজে পাই,
ছিল কি আদৌ তারা
কোনো দিন আমার আপন?