মাঝে মধ্যে খুব ইচ্ছা হয় তোকে ফোন করতে
খুব ইচ্ছা হয় আরও একবার জড়িয়ে ধরতে
খুব ইচ্ছা হয় শুনতে মাঝ রাতে তোর ক্লান্ত গলার স্বর
কিংবা জানতে কিভাবে কাটালি অলস অবসর


আমার ঘরের কাঁচের জানলা দিয়ে
যখন উঁকি দেয় দুপুরের সোনালী রোদ,
খুব মনে পড়ে তোর কথা
মনে হয় আরেকটি বার ফোন করে শুনি তোর কথা
তবে আজ হয়তো
তোর কাছে আমি শুধুই এক wrong number
তাই আর বিরক্ত করিনা বার বার।


আজও মনে পড়ে গত গ্রীষ্মে লিখেছিলাম কবিতা খানি,
নাম দিয়েছিলাম "কালবৈশাখী তুমি" ।
আমার স্মৃতির পাতা
আমার কবিতার খাতা
আর রোদে ঝলসানো অক্ষর
আজও অপেক্ষায় কালবৈশাখীর
তবে কালবৈশাখী যে আমি সেদিনও দেখিনি।
দেখেছিলাম যা, সে তো মরীচিকা।
মরুভূমিতে শুধুই ধূলো বালি আর কাঁটা গাছের নৃত্য
কালবৈশাখীর অপেক্ষাতেই তাই হয়তো আমি তৃপ্ত।