বাঁশের নাম শুনেছ সবাই
তার কতই বা কাহিনী ,
বাঁশের জ্বালা বড় জ্বালা
আমরা সবাই জানি ।


প্রেমের নামে যখন সখী
বাঁশের বাঁশি বাজে ,
সখীর মনে রঙিন ছোঁয়া
মন লাগে না কাজে ।


টাকা দিয়েও বাঁশ খেতে হয়
আপন জনের হাতে,
ফিরতে টাকা কত ঝামেলা
গণ্ডগোলের সাথে ।


পাঁচু আবার বাঁশ খেয়েছে
করতে পরকীয়া ,
ধরা পড়ে ছেলের মা কে
করতে হল বিয়া ।


শ্বশুর পাড়ায় ঘর করেছে
নতুন পাড়ার বিশু,
পাড়ার লোকে বাঁশ দিয়ে তাই
ডাকে তারে পশু ।


চুরি করে ধরতে গেল
পরের পুকুর মাছ ,
পাড়ার ছেলে দল বেঁধে ভাই
দিল বেদম বাঁশ ।


যেদিন যাবে শেষের দিনে
বাঁশের শয্যায় হয় ,
সবে মিলে হাত তুলে তাই
বলুন বাঁশের জয় ।