অনেক মিথ্যে সান্ত্বনা দিয়েছি নিজেকে নিজেই
অনেক বুঝিয়েছি আমি আমারে ,
বোঝেনি অবুঝ মন , হেরে গেছে প্রতিক্ষণ
লাঞ্ছিত করে গেছে নিজেকে নিজেরে ।


দুঃখের দোলা জাগে,বড় অবহেলা লাগে
মানসিকভাবে শেষ হয়ে গেছে মন,
মনে মনে খুঁজি তারে , কখনো পাব না যারে
একা একা থাকি সারাক্ষণ ।


অবহেলা দিয়েছিলে , ভালোবাসি সব ভুলে
তবু কেন এত অভিমান ?
সময় চলে গেছে , অতীত এসেছে কাছে
চাইনি তো আমি প্রতিদান ।


জানি তুমি সুখে নেই ,তুমি আছ তোমাতেই
নিজ মনে আর কত রবে একা ?
চোখে বারিধারা ঝরে , ধরে নাও গেছি মরে
পরজন্মে হ'তে পারে দেখা ।