পরাণে করিয়া আপন
          হৃদয়ে রাখিলে যতন  ,
                    বুঝি তারে কহে প্রেম মালা ।


নিশিদিন লাগিয়া যাহার
          সে তোমাতে তুমি তাহার ,
                    বধুঁ , তবে কেন বিরহ জ্বালা ?


ওগো প্রাণপ্রিয়া সখী মোর
             খুলিয়া রাখিও দোর ,
                     পরাণে তব করিব গমন ।


যাহা কিছু সহে নিও
          মোরে ভালোবাসা দিও ,
                     মনবাসে করিব ভ্রমণ ।।


সুখ নাহি তব বিনে
          জড়াইব প্রেম ঋণে ,
                   সোহাগে অঙ্গে বিভোর ।


জোছনা থাকিবে রাতি
              তারারা হইবে সাথী ,
                         উদিবে প্রেমময়ী ভোর ।।