শিশুরে কেহ শেখায়নি
মা ডাকের ভাষা,
আপন মনের মাধুরী খানি
মা ডাকেতে মেশা।
তোমার ভাষায় কি যে যাদু
সকল ভাব প্রকাশ মধু,
তোমার ভাষার ছোঁয়া লেগে
সূর্য হল রক্তিম।
তোমার ভাষার রঙ মেখে
গোলাপ আজ রাঙানো।
তুমি মোর বাংলা ভাষা
তুমি মোর কণ্ঠ সুধা,
তোমার জয় গান করে
রবি গেল বিশ্ব মাঝে,
তোমার ভাষার অমৃত সুধা
পাগল করল নজরুলে।
আমার গরব আমার ভাষা
আমার এটা মাতৃ ভাষা
এই ভাষাতে বলবো কথা
এটাই আমার অহমিকা।