হে প্রেমের পূজারী,
ধরা যদি নাই দেবে
কেন তবে জাগালে প্রেম
কুমারীর বক্ষ মাঝে?
আমি যে দিশাহারা
তব প্রেমের মাঝে
তুমি কি পারনা বুঝিতে
আমার হৃদয়ের গোপন কথা
সযতনে গাঁথা প্রেমের মালিকা?
যদি নাই দিবে ধরা
কেন তবে জাগালে আশা
অচেতন মননের কিশোরীর মাঝে
মধুর মিলনের আবেশ নেশা?
শুষ্ক মরুর বক্ষ ফাটে
আকাশে তবু মেঘ থাকে
তৃষ্ণার্ত হয়েও কেন
করলে না পান শীতল বারি
নদীর কাছে এসে?
হে মায়াবী কি মায়া জান
গোপনে তুমি সুধা যে ভর
বিরহীর বক্ষে বিরহ আন
চির বিচ্ছেদের বেদন প্রেমে।