বজ্র মুষ্টির আস্ফালন
সমাজের সর্ব স্তরে !
অন্যায়ের আশ্রয়ে আশ্রিত হয়ে,
ভণ্ড সাজে তুলসী বনে।


শান্ত সুশীল শিক্ষিত সমাজ
লুকিয়ে থাকে অপমান ভয়ে,
শীতঘুমেতে থাকে তারা
আত্ম সম্মানের বর্ম পরে।


অশিক্ষিত অর্ধ শিক্ষিত,
নেতা সেজে আইন রচে
সেই আইনের গোলাম হয়ে
উচ্চ শিক্ষিত বেগার খাটে।


ভদ্র সভ্য শিক্ষিত সমাজ
আস্তে আস্তে যাচ্ছে কমে,
অসহিষ্ণুর বজ্র মুষ্টি
আস্ফালনে আসছে তেড়ে।


শিখতে হয় নত হয়ে
বাঁচতে হয় উচ্চ শিরে -
ওসব এখন নীতি কথা
ক'জন বা মেনে চলে।


শিক্ষার কোন নেইকো দাম
জ্ঞান দেয় মহাজনে,
অধিক টাকা ও অল্প জ্ঞান
বিপদ জনক, সমন্বয়ে।