নরম আলোকে সেজেছে আকাশ
কাশে কাশে ভর্তি চর,
পূব দিগন্তে উঠিছে রবি
হাসিয়া খিলি খিলি।
ছোট্ট রবি হাসিয়া পুনর্বার
সুধাল শিউলিরে,
তুমি কি রাগ করেছ?
দেখাবে না মুখ আমারে?


তুমি তো গেলে সেই কবে -
আসিলে আবার কাশের সাথে
শিশির নিয়ে ঘাসের পরে
আগমনীর আবাহনে।
চারিদিকে আজ খুশির মেলা
আমোদে আমোদিত,
ছোট্ট শিশুদের খুশির সাড়া
শারদ ছুটির উল্লাসে।


কিন্তু হায়, এ কি?
তুমি তো এসেছ সাথে লয়ে কাশের দল,
সিক্ত হয়েছ শিশির স্নেহে
        শুভ্র করেছ ধরা তল,
তবে কেন পাচ্ছিনা তোমার সেই গন্ধ?
কাশ কেন আজ ফ্যাকাসে?
  শিশির কেন উষ্ণ?
পাচ্ছি যেন  বাতাসে
                  বারুদের গন্ধ।


চারিদিকে আজ সন্ত্রাসের সাড়া
মৃত্যু মিছিল দিকে দিকে,
অজস্র মানুষের কান্না হাহাকারে।
হিংসায় আজ উন্মত্ত ধরা
গভীর ষড়যন্ত্র উন্মাদ নেশা
বিক্রি করছে মনুষ্যত্ব
বিশ্বায়নের বাজারে।


আমি যে আজ অন্ধ হয়েছি
               চোখে নেইকো আলো
চারিদিকে আজ কুটিল হাঁসি
               সহিব আমি কেমনে?
হে শারদা এ কেমন তোমার খেলা?
তুমি কি পারনা বধীতে এই অসুর দের?
    হায় দেবী, তুমিও পরাস্ত?
                তোমার চোখেও জল!