নিয়েছ প্রভু সব কেড়ে
সহায় সম্বল যত টুকু
রিক্ত করেছ জননীর বক্ষ
সিক্ত করে কপোল তল।


বিরহী জননী ঘুরে ঘুরে
খুঁজে ফেরে দ্বারে দ্বারে
আশার প্রদীপ নিভে বারে বারে
নিভৃত অন্ধকারে।


করেছিলে যারে যতনে বড়
জীবন সায়াহ্নে আশ্রয়ের লাগি
সে ভুলিল কেমনে
এ মাতৃ স্তনের ঋণ?


সহায় হয়েছে অশ্রু রাশি
ঝাপসা হয় নিকটে র পট
বিনিদ্র রজনী দীর্ঘ হয়
দূরে সরে যায় ভোরের আলো।


জননী ঘুরে ফেরে পাগলিনী র বেশে,
কখনো থাকে বসে
আনমনে, -
লুকিয়ে এক কোনে
কোন মন্দীর মাঝে ।


কেন গো জননী
কাঁদিছ একাকী
কাহার তরে ফেল অশ্রু রাশি ?
সে যে গেছে ভুলে!
তুমি থাক একাকী
কপট রাত্রি ছায়ে
চেয়ে চেয়ে দেখ
ঝাপসা চোখে
রাত্রি ঘনাইছে ঘোর অমানিশে।