গহন রজনীর বক্র চাহনি
মায়াবি তার জোছনা ছটায়
শহস্র কাল নাগীনির বিষ নিশ্বাস
অমৃত হয়েছে মায়াবী জোছনায়,
সেই মায়ায় হচ্ছে কত
প্রেম গাঁথা কবিতা চয়ন।


গোপন যন্ত্রনা বক্ষে রাখি
নিকষ যামিনী হাঁসি ফোটায়,
চন্দ্রকলায় তাই দেখা যায়
গভীর ক্ষত কলঙ্ক হয়ে।


প্রেম যে কেবল মধুর হবে
সবাই যেন তাহাই চাহে,
কত অব্যক্ত অস্ফুট কথা
    লুকিয়ে আছে ঐ প্রেমে
কলঙ্ক হয়ে, কেউ তা জানে না।


গোপন পিরীতি হয়তো বা,
চাতুরী হয়ে বক্ষে বিঁধে
রক্তক্ষরণ হলেও তা,
বুঝবে না কোন জনে,
থাকবে তখনও দুটি হাত
একে অপরকে জড়িয়ে।