দ্যুলোক ভূলোক আঁধার করি
করাল বদনে অট্টহাসি
আসছে ধেয়ে বিষম বেগে
ভীষণ কালিমা জটা তে মেখে,
পদ ভারে কাঁপিয়ে পৃথ্বী
কুটিল হাঁসি মুখের পরে
চক্ষু হতে বিষম ক্রোধ
পলকে পলকে মেঘের কোনে,
নিঃশ্বাসে তার দারুণ গর্জন
জীবন-জীবিকা করেছে অসহায়।
বৃক্ষরাজি ভয়েতে কাঁপে  
পাখির বুক দুরু দুরু করে,
চাষিদের বুকের মাঝে
বাজে বেদন করুণ সুরে,
বিশ্ব পিতার রোষের মুখে
সব কিছু আজ অসহায়ে কাঁদে।
কুটিল হাঁসি থামিয়ে শেষে
সৃষ্টি-ধ্বংসের চেহারা দেখে
বিশ্ব পিতার চক্ষু হতে
অশ্রু বারি ঝরে,
আপন হাতে গড়া পৃথ্বী
লন্ড ভণ্ড হয়ে থাকে।