শুধু মনে রেখো মোরে
ক্ষণিকের তরে
শত কাজের ফাঁকে,
যদি কোন দিন
দূরে যাই চলে।


যদি কোন দিন ,
না থাকি তোমার কাছে,
যদি নব কিশলয়
বয়স্ক হয় কোন ভোরে,
তবু মনে রেখো তারে
অতীতের কথা ভেবে।


যদি না পাও,পরশ মোর
তবুও মনে রেখো,
ভুলে যেওনা, আমি থাকব
সেই প্রভাতে
শুকতারা হয়ে খোলা আকাশে।


যদি কোন দিন
হারিয়ে যাই, চির তরে
তবু মনে রেখো মোরে
করি অনুরোধ,
সে দিনও থাকব আমি
মলয় সমীরে বসন্ত বায়ে।


মনে রেখো তবু
এই জীর্ণ মানবতা কে,
যদি কোন দিন
হারিয়ে যায় সে,
প্রবল ভিড়ে কৃত্রিম প্রেমে।


নব যৌবনের কথা ভেবে,
মনে রেখো মোরে
যেদিন এই জীর্ণ শরীর
টানব খুব ধীরে।