কলম ছাড় বন্ধু,
ধর কাস্তে সাবল,
দাঁড়াও তুমি মেহনতির কাছে
দেখ তাদের মুখ খানি।
যাদের পরিশ্রমের ফলে
খাচ্ছ তুমি পেট ভরে,
তাদের কথা ভেবেছো তুমি ?
থাকে তারা অর্ধাহারে!
তোমরা যে আজ কলম ধর
তাও তারা বানায় বসে,
তাদের ঘরের ছেলে মেয়েরা
লাঙল নিয়ে মাটি চষে।
তুমি যেমন স্বপ্ন দেখ
তারাও দেখে এসব,
মধ্যে শুধু ফারাক কেবল
সত্য মিথ্যার খোলক যেমন ।