মুক্ত করে দুর্বল বাঁধন
উচ্চ কর চিত্ত,
উন্নত শিরে গ্রহন কর
দীপ্ত করে জ্ঞানের আলো।
মনের কালিমা মুক্ত করে
প্রাণের মাঝে জ্বালাও আলো,
শত বাধা যাবে সরে
তোমার আলোর পরশ লেগে।
সত্যাশ্রয়ে থেকে তুমি
পাবে কষ্ট অনেক খানি
সেটাই তোমায়, দেবে শিক্ষা
জীবন গড়ার প্রকৃত দীক্ষা।
আনন্দ সুখে অবিচল থেকে
থাক যদি স্থির চিতে,
বড় হওয়ার মন্ত্র তুমি
পাবে তোমার হৃদয় মাঝে।