হৃদয় খানি হারাল দোঁহে
ভালোবেসে এক সনে,
অব্যক্ত প্রেমের গোপন চাহুনি
আড়ালে অগোচরে লুকিয়ে থাকে।
লাজে রাঙা দোঁহার মুখ,
হৃদয় হারিয়ে ভয়েতে মরে,
বলিতে নারে কেহ কাহারে
অশনি আশঙ্কা মনেতে ভরে।
এমনি করে বহে চলে
কাল স্রোতে গোপন প্রেম,
কাছে আসার আশা জাগে
মন তবু বাঁধনে বাঁধে,
প্রেম যে কেবল অনুভবের
হৃদয় দিয়ে হৃদয় মাঝে ।


আসিল  লগন দোঁহার লাগি
বসন্ত বেলায়, ফাগুন হাওয়ায়,
পড়ন্ত বিকেল রক্তিম আভায়
তখনও গোধূলি আবিরে মাখা,
দুজনে দুজনের মুখ মুখি
আনত শিরে লজ্জায় মাখি,
ঘন ঘন নিঃশ্বাস দুরু দুরু বুকে
স্মিত হাসি নয়নে নয়নে,
প্রেম যে কেবল অনুভবের
হাজার কথায় হয়না শেষ।


সন্ধ্যা নামে ধীরে ধীরে
আঁধার করি সকল দিক,
দুটি প্রাণের হৃদয় কাঁপে
বীণার তারে বাজায় সুরে।
অমন করে কাছে আসা,
ভাবের লাগি ভালোবাসা,
সাক্ষী করে সন্ধ্যা তারা
রইল আমার ভালোবাসা।