আছ তুমি আমার কাছে
আমার পাশে, আমায় ধরে
তবুও যেন পাই না পরশ
প্রাণের ভিতর, হৃদয় মাঝে!


যে বাতাস জুড়ায় শরীর
ফাগুন মাসের গোধূলি বেলা
সে কেন করে না শীতল
        অশান্ত মন,
কোথায় পিঁজর, কোথায় বা আগল?


এত কাছা কাছি দুটি হৃদয়
তবুও যেন স্পন্দনে নীরব,
মুখোমুখি বসেও যেন
দূরদৃষ্টি চোখে চোখে,
পাশাপাশি থেকেও যেন
মধ্যিখানে তেপান্তর!


কত আয়োজন চোখ জুড়ানো
চিকন চাকন অতি মনোহর,
আতশবাজি রোশনাই জ্বালি
ভুবন করি আলোকময়,
তবুও কেন খালি দেখি
দেবালয়ে র ঐ সিংহাসন!
বাইরে যার এত আলো
হৃদয়ে কেন জমাট কাজল?


বুঝেও কেন বোঝে না মন -
ও তো আর পাওয়ার নয়,
এত কাছা কাছি থেকেও নয়ন
ঝাপসা কেন এ অন্তর।