চারি দিকে আজ অবক্ষয়ের ছায়া
মানবিকতা ধূলায় লুটায়,
পাশবিকতার অত্যাচারে
নারীরা আজ নগ্ন প্রায়।


মঞ্চে যারা ভাষণ ঝাড়ে
স্বাধীনতার ধ্বজা ধরে,
তারাই আবার দিনের শেষে
মদের নেশায় পেয়ালা নাড়ে।


নারী সুরক্ষার বুলি উড়িয়ে
নাবালিকাকে ধর্ষণ করে -
তারাই আবার ১৫ ই আগষ্টে
জাতীয় পতাকায় দড়ি টানে।


আইনের শাসন সর্বত্র
ছিদ্র কেবল যত্র তত্র,
বড় লোকেরা ফুর্তি করে
ছোট লোকেরা আইনে মরে।


নিয়ম একেবারে আটো সাটো
পুলিশ দারোগা আরো ভালো
নির্লজ্জ বেহায়া হয়ে -
দুলায় ভুঁড়ি, ঘুমিয়ে ঘুমিয়ে।


শিক্ষার যারা ধ্বজা ধারী
সরীসৃপের মাসি পিসি,
যখন যেথায় সুবিধা পায়
সেই দিকেতে গড়িয়ে যায়।


নেতা মন্ত্রী যন্ত্রী সান্ত্রী
একে অপরের জারজ ভাই -
আইন কে সবাই পকেটে পুরে
সংবিধান কে পায়েতে দলে।


মান অপমানের বালাই নেই
আসছ যারা ক্ষমা নাই,
এই শাসনে বড় হয়ে
এদের মতো হওয়া চাই।
নীতির রাজা, রাজনীতি
আজকে হয়েছে রাজার নীতি।
এই ধারণা বদলাতে হলে
নেতাদের সুশিক্ষা চাই।


আমরা থাকি আশায় বসে
নিশ্চয় সে দিন আসবে শেষে
মেকী, জালি, পালাবে ছুটে
প্রাণের ভয়ে পৃথিবী ছেড়ে।