আকাশে আজ মেঘ করেছে
বিজলী চমকায় ক্ষণে ক্ষণে
বহু প্রতীক্ষিত বিপ্লবীগন
কোমর বাঁধে একসাথে।
বিপ্লব যাদের মজ্জায় মজ্জায়
নতুনের প্রতীক তারা বার বার
তাদের ধ্বনির কলরবে
আসবে আগামী কালিমা ছিঁড়ে।
মেকী ছদ্ম মেরুদণ্ডী
বুদ্ধিজীবীর জাতভাই
এরা সবাই বাক্য ওড়ায়
কাজের সময় ল্যাজটি গোটায়।
আয় ছুটে সব তরুণ দল
রাঙা হৃদয়ের মানিকজোড়
তোদের পায়ের দুর্দম আঘাতে
ভেঙে ফেল সব মিথ্যা যত।
যারা শবে রাজনীতি করে
মাঠে ময়দানে ভাষণ ঝাড়ে
তাদের কাছা এবার ধর
উলঙ্গ কর রাস্তা মাঝে।
এরা তোদের বেকার রাখে
রাজনীতি করে ফায়দা তোলে,
মিথ্যা প্রবঞ্চনায় বারে বারে
ভাঁওতা মারে জনগণে।
গরিব-বেকার-চাষী করে
ওরা চড়ে এ সি কারে
এদের দিয়ে রাজনীতি করে
তারা থাকে গদি তে চড়ে।
গদির পায়া ভেঙে ফেলে
টেনে হিঁচ্‌ড়ে নামিয়ে এনে
ওদের মুখোশ খুলে ফেল
তবেই আসবে নতুন ভোর।