জমাট কালো অন্ধকার
সমাজের প্রতি রন্ধ্রে,
বন্ধক রাখা মনুষ্যত্ব
প্রতিবাদের ভাষা এক চোখে।


প্রজাতন্ত্র বা গণতন্ত্র -
সাধারণের মারন যন্ত্র,
মুখে সাম্যবাদের বুলি -
খুলি থাকে ভরে -
নিখুঁত শোষণ কৌশলে।


হীরক রাজার শাসনে -
চরণ দাস লোভে,
তোষামোদের গান ধরে
উদয়নের মেরুদণ্ডে ঘুণ ধরেছে
শিক্ষা এখন আড়ম্বরে।


অপমানিত শিক্ষক, মুহ্যমান
বিকারগ্রস্ত শিক্ষা !
শাসক মরে আস্ফালনে -
সমাজ গড়ে গুণ্ডা।


রাজ পথে রক্ত জমে
বেকার পথে আন্দোলনে
কর্ম সংস্থানের গলা টিপে -
শাসক আজ সরষে বোনে।


কর্পোরেটের খপ্পরে -
অর্থনীতির চাকা ঘোরে,
সবই যদি প্রাইভেট হবে
সরকার গড়ে কি হবে?


শাসক - বিরোধী
        ছোট-মেজো
সবাই চায় সেবা দিতে,
সেবার ঠেলায়, ওষ্ঠাগত জীবন
সাধারণ চায় রেহাই পেতে।