থাকিস না রে অন্ধকারে
অন্ধকারের গলির পথে,
অন্ধ আবেশ জড়ায়েছে তোরে
অন্ধ দেশের ঘুমের পরে।
ছিঁড়বে যখন খারাপ মোহ,
দেখবি তখন আলোর রেখা
সেই আলোতে উজ্জ্বল হোক -
জ্ঞান, বিজ্ঞান আর ভালোবাসা।
প্রতিজ্ঞা তুই কর রে আজি
আলো তুই দেখবি আজই,
শিক্ষাই যে আসল আলো
তোর দেহেতে জ্বালবে আলো।
শ্রদ্ধাশীল হলে পরে
সুশিক্ষা পাবে তবে,
শ্রদ্ধাহীনে পেলে শিক্ষা
সে শিক্ষা হবে বন্ধ্যা।
উশৃঙ্খলের গর্ত হতে
শ্রদ্ধাহীন ভাব ছেড়ে,
যখন তুই শিক্ষা নিবি
শিক্ষা হবে পূর্ণ।
ক্ষুদ্র মনের সঙ্গী যারা
যদিও পায় শিক্ষা তারা
শিক্ষিত নাম টি তার,
অপমানে বাধে।
শিক্ষা যদি  সংকীর্ণ হয়
দাঁড়াবে রুখি সকল পথ,
জীবন-কাল-দেশের গতি
ধীর হবে ধীর অতি।