শূন্য হিয়ায় কেন এলে
ফিরে তুমি আমার কাছ,
ভাঙা খাঁচায় ফিরে না যে
ভুল করেও কোন তোতা!
কেন তুমি জাগাতে চায়
বৃন্ত চ্যুত পুষ্প দল,
ভরে কি গন্ধ শুকনো ফুলে
যা হারিয়ে গেছে সাত সকালে।
কেন তুমি এলে কাছে
ভুলে যাওয়া স্মৃতি নিয়ে,
সময় যে বয়ে গেছে
নেই তো আমি তোমার কাছে!
তোমার আমার হারিয়ে যাওয়া
খুঁজে পাবেনা এ জীবনে
ঝরা ফুলে বসে না ভ্রমর
ভুল করেও কোন কালে।
আবার যদি জনম থাকে
এসো তুমি ভালোবেসে
রাখব দুয়ার আলগা করে
তোমার লাগি ভালোবেসে।