নয়নে নয়নে কাজলের রেখা,
দুর্নিবার আকর্ষণের মায়াবী ছোঁয়া,
গহন আনন্দ সঞ্চারী কায়া......
নিরবে নিভৃতে স্বপন ছ্ড়ায়।
নিশিথ আজি নয়ন চুমে,
শান্ত শিতল এলো কেশে
পঞ্চমির চাঁদ পূর্ণতা পায়
মোহিত করে মৃদু যৌবনে।


মুক্ত বিহঙ্গ পাগল পারা
       বিভাবরী শান্তি হরে............
আরক্ত নয়ন স্বপনে মগন,
অলীক ক্ল্পনার জাল বুনে।


অশান্ত তরঙ্গ বালুকা সাথে
   জলকেলির আশে থাকে-
ও রূপের অগাধ মোহে -
মনসরসি আবেগে ভাসে
    বয়স বাঁধন ছিন্ন করে।