তুমি রবে জয় তিলকে,
ভাঙা হৃদয়ে সান্ত্বনা হয়ে,
তুমি হলে শক্তি স্বরূপা
পুরুষ জাতির বাহু বলে।
কখনো তুমি স্নেহময়ী
কখনো তুমি প্রেমময়ী
কখনো বা কুটিল চপলে
ছলনা কর ছলনাময়ী।
কামিনী সৌরভে মত্ততা জাগাও
রূপের পসরা সাজিয়ে সাথে,
মধু পিয়াসী ভ্রমর তাই
ছুটে কেবল মধুর টানে।
তোমার লাগি সৃষ্টি হতে
ভালোবাসা-প্রেম-লড়াই আছে
মায়ার মোহে গড়া তুমি
মায়াবী তুমি পুরুষ মাঝে।