অদৃশ্য হয়ে যায়.......
জিজ্ঞাসু দৃষ্টি,মনুষ্যত্বের অস্তিত্ব।


কঠিণ নিরবতা কন্ঠনালি ছিঁড়ে
নোঙর ফেলেছে নিভৃত পল্লিতে,
বিশ্বাসের বীজ বপন করেছি সেইদিন
বিষাদমুক্ত সুখশয্যায় আর্যপুত্র হয়ে।


অদৃশ্য হয়ে যায়....
অতন্দ্র কর্মপ্রচেষ্টা,প্রেরণার ইষ্ট প্রতিষ্ঠা।


এলে জনতার বেষ্টনী ভেদ করে
আমার মৃত্যুদূত হয়ে নির্জন খেলাঘরে,
সাহচর্য্য অনুভব করেছি বুকের ভেতর
ভয়ঙ্কর শেষ রাত্রির সন্ধিক্ষনে।