একদিন তুমি এখানেতে ছিলে
কথাও সুরে সব মন ভ”রে দিলে
ছন্দে ছন্দ যে সব মন মাতালে ,
অবশেষে চলে গেলে চির আড়ালে ।
সেই থেকে চলেছি যে সদা খুঁজি
জীবনের অঙ্গনে হারানো পুঁজি ।
হয়তো কোনদিন পাবনা আর,
অপরূপ রূপ ও স্পর্শ তোমার;
তবু পাব তব ঋদ্ধ সাহিত্য সম্ভার
আর অতৃপ্ত হৃদয়ে স্মৃতির ভার ।
বহু ইঙ্গিত আছে সঙ্গীতে তব ,
যা হতে পারে জীবনের স্তব
সেইসব পদ হল চিন্তার সম্পদ
করল যে সমাজের অবক্ষয় রদ ।
সংহতিসধনায় তুমি পড়িয়েছ রাখি ,
বিনষ্ট সংহতি আজ শুধু দেখে থাকি ,
আর মনে মনে তাই তোমাকেই ডাকি ;
কারণ তুমি ছিলে জীবন্ত সে রাখি ।
তাই নিভৃতে শুধু তোমাকে জানায়
আছি অপেক্ষায় তোমার ফেরার আশায় ।,