বেইমান আজ সব বন্দুক
তাই হাতে নিয়েবুক করে ধুকপুক ৷
যতই বলি নিশানা করতে ঠিক
ও শুধু পাল্টায় নলের দিক ,
তারপর তাক করে নিজেরই বুক;
আমরা ভাবি কী আহাম্মুখ !
সে বলে-‘মুখোসে ঢাকা সবার মুখ ,
ভূল নিশানায় কেন সাজি উজবুক ?
তাই না রেখে কোন রাখঢাক
চেনা অপরাধীকেই করি তাক ‘৷