ভেঙ্গো ভাঙতে চাইলে মন ভাঙ সব বেড়া
না কারো মাথা বা ডেরা
ভাঙ সবার পায়ের বেডী ,হাতের শিকল
ভাঙ সব নীতি যা আজ অচল
ভাঙতে ভাঙতে চল হিম হিমালয়ে
যেখানে মেলে শিব অন্নপূর্ণা আলয়ে ৷
ভাঙতে ভাঙতেই তো নতুন কিছু মেলে
তাকেই ধরতে চায় মন পুরানো সব ফেলে ৷
তাই বরবাদ নয় কখনোহাতুড়ী  
তাতেই আছে ,সেতু গড়ারও চাতুরী ৷
এভাবে মন যতক্ষণ স্বপ্নে ভাসে
থেকে যাও সুনীল আকাশের বাতাসে
দেখাও ভাঙাগড়ার সহজ চাতুরী ৷