হাতে কটা রঙীন সূতোর  বাঁধন
  তাতে হয় গভীর সম্প্রীতি স্থাপন ,
জাতি ধর্ম ভাষা   নির্বিশেষে  
কত ভ্রাতৃত্ব জাগে দেশে-বিদেশে  ৷
রঙীন সূতোর রঙীন রাখি
তাই নিয়ে  মোরা  মজে থাকি ,
ভাই-বোনেরমধুর সম্পর্ক গড়ি
ভাই হ’য়ে  ভায়ের হাত ধরি  ৷
বহু পুরাতন   মোদের এই  রীতি
বিভিন্ন হৃদয়ে গ’ড়েছে সম্প্র্রীতি
গড়েছে এক  সুমহান  ঐতিহ্য
তাই মোরা  হিংসা দ্বেষ করিনা সহ্য্  ৷ৄ
বঙ্গভঙ্গ রোধ আন্দোলনকালে তাই
রবীনন্দ্রনাথ সকলে রাখি  পড়াই ৷৷
যূগ থেকে  বল যাব যূগান্তরে  
রাখির মর্যাদা রেখে ঘরে ঘরে  ৷
কত সম্রাটে কত দুর্বল রাণী
ভ্রাতৃবন্ধনে বেঁধেছেন ব’লে জানি ,
সুস্থ হৃদয়ে সম্রীদুতির এই নীতি
  হয়ে চলেছে এক সতেজ রাজনীতি


…………………………………………………………………………………………..