সৃষ্টিকর্তা থাকেন সদা সৃষ্টির অন্তরালে
স্রষ্টার কৃতিত্ব তবু লাগে বিশ্বকর্মা –ভালে ৷
সেই বিশ্বকর্মা ছিলেন প্রাচীন শিল্পী প্রবর
গড়েছেন হর্ম,গৃহ ,পথ ,কুন্ড ও সরোবর ৷
তাঁরই কৃপায় সৃষ্ট চক্রযান হ’তে পুষ্পকরথ
বহু কিছু সৃষ্টিতে সদা মঙ্গ তাঁর মনোরথ ৷
সৃষ্টিশীল মানুষ সব তাঁরই ধ্যানে মগ্ন থাকে
ভাদ্র সংক্রান্তিতে তাঁকেই সবে তাই ডাকে ৷
তাঁর পূজা দিয়ে হয় শুরু হয় পূজা মরশুম
ঘরে বাইরে হয় পতঙ্গ উড়ানোর মহাধূম ৷
…………………………………………………………………………