জাতীয় কৃষ্টির তুমি এ অনন্য বাহক ,
বিপ্লবী পথের এক অনন্য অম্লান ধারক , স্বকীয়পথে ,
গ্রামে গঞ্জে মন্দিরে,মসজিদে ,প্রবর্ত্তক মঠে,
তোমারই শোণিতে সেদিন ইতিহাস হল লাল
এখানেই এসে প্রাণ দিল কত মাখনলাল ৷
ধন্য তোমার রাসবিহারী ,শ্রীশ ,উপেন,কালী ,কানাইলাল ,
;
যুক্তিবাদী দৃষ্টির সব অনারান ,নগেন,বসন্ত ,              
তোমার হরিহর ,ইন্দ্রনাথ ,দুর্গাচরণ ,হীরেণ ,
কুমার,রামচট্ট,প্রাণতোষ ,কমল ,ভবানী ,বীরেন নুগত স্মারক ,
মেতে আছ পঞ্চানন ,জ্যোতির্ময় ,অণুদত্ত ,ঊষা,তাপসদের নাট্যচর্চায় ,
আর আছ বেচু,প্রাণ,  অশোক ,গৌর ,কৃঞ্চা ,বিজয়দেরসাহিত্য সেবায় ৷
হে চন্ননগর
তুমি পাশাপাশি ধরে রেখেছ যেন   দুই সভ্যতায়,
বহুবাজার ,বদ্যিপোতা ,কাঁটাপুকুর ,সিউলি,নাড়ুয়ায়
স্নিগ্ধ গ্রাম্য পরিবেশে তুলে ধর নগর সভ্যতায় ,
আবারলক্ষীগঞ্জ,বড়বাজার,বাগবাজার ,ফটকগোড়া ,তেমাথায়
আজকের অতিব্যস্ত সভ্যতারই প্রকাশ পায় ৷
একদিন নীলশিল্প ,পাটশিল্প গড়ে উঠে গোন্দলপাড়ায় ,
লালবাগানর তাঁতশিল্প প্রসিদ্ধ ছিল জগৎ সভায় ;
আলোকশিল্প তেমন আজ ঘরে-বাইরে শোভা পায় ৷
শঙ্খশিল্প,নৌশিল্পআর আসবাব শিল্পের কেরামতি,
তবু বেঁচে আছে,কোথাও নেই ,কোথাও ক্ষীণ সঙ্গতি ৷
পত্রিকাুলে  দেখি ‘প্রজাবন্ধু,’ প্রগতি ,’প্রবর্ত্তক ‘,’গোধুলিমন
‘বঙ্গবন্ধূ ‘, ‘বলাকা’ ,’সেবা ‘, গল্পমেলা’,’কৃষ্টি ‘ করে দিক-দর্শন ৷
ক্রীড়াক্ষেত্রে সতীশ ,হাবুল ,গোরা ,টুনু ,ভাগীরথ ,ভোলা ,সুধীর ;
দীপু,তরু ,মেঘা ,অরুন ,অজিত ,  কেষ্ট ,কত নামের ভীড় ৷