তখনও খোলা হয়নি  সব চিঠি
               নীল খামের ‘পরে পড়েনি চুম্ববন
              দূররভাষে  পেয়েছি  জেনো তখনই
            আমার অসুস্থা জননীর আহ্বান
         আর  প্রয়য়সীর আমন্ত্রণ ৷
        তাদের আহ্্বানে  সাড়া  দিয়ে
,,,,,,যখন পাঠিয়ে দিয়েছি মোর মন
… করেছি আকাশে ভাসার আয়োজন  
    ঠিক তখনই  শুনি   প্লেনের গর্জন  
    আর আচম্বিতে  জাগে ভূকম্পন ৷৷
    সব কিছু বোঝার আগেই
   শিরের আঘাতে হারায় যে  জ্ঞান৷
অবচেতন  মনে বলি তবে
মাগো  তোমার কোলে দিও স্থান ৷
চেয়ে দেখ মাগো ,দেখ এ বিশ্ব
সত্য ও ন্যায়ের ভান্ডার করেছে নিঃস্ব
বিচারের নামে চলে শুধু প্রহসন
অর্থের জলে ন্যায় হল বিসর্জন ৷
তাই অপূর্ণ রয় মা স্বপ্ন সর্বস্ব
ব্যক্তি ও দেশের সব সুখের কল্পনা
তাই বলি সন্রাদেস মূক্ত নাহ’লে এ বিশ্ব
মাগো তোমরা     আর কেউ  জন্ম দিওনা ৷