হয়তো ভূল করেছিলাম
তোমার যৌবনমত্ত রূপের দিকে চেয়ে
তোমার আসন্ন যৌবনকে স্বাগত জানিয়ে
আমার ভীরু ভালবাসা দিয়ে ৷
হয়তো ভূল করেছিলাম
তোমার স্থবির বসন্তকে কাছে চেয়ে
তোমার ফুটন্ত ফুলের পাঁপড়ি ধ’রে
অহেতুক আনন্দে মন ভ’রে
হয়তো ভূল  করেছিলাম
তোমাকে একান্ত আপন ক’রে চেয়ে
অপার আনন্দে হারিয়ে নিজ
সদায় বস্ত মনটা মনটা দিয়ে ৷
তাই একান্তে আমার হয়েও
মিশে গেলে বিশ্বের ঘরে ঘরে
বদ্ধ বাতাস ফেলে মুক্ত আকাশে ,
চেয়ে নিলে ভালবাসা জগতের কাছে
সুন্দরী উর্বশী বিশ্বাসে ;
আমি শুধু ন্যুব্জপৃষ্ঠ অমর্যাদার ত্রাসে ৷৷