মানুষে মানুষে দেখিনা  যখন    মিল                        
              তখন শব্দেশব্দে মিল খুঁজে কেন কাহিল 1
            তবু মন খোঁজে কোথা মিল কাজ ও কাজী
   ঐরূপ মিল  কি দেয় কি সাজ  আর  সাজি
সেইমতই মমিলদেয় পাজি আর পাঁজি
ছোট ছোট অমিলেই ভরা দেখি শব্দের সাজি ৷
হজ ক’রে হয় দেখি হয় সব হাজী
সে ইমত  গজ মেরে হয় কি সব গাজী ?
এইমত মিল খুঁজতে হলে সব রাজি
মিছে দেখি ধরা হোল তবে বাজি ৷