তোমারবাগানে অসংখ্য ফুল
রঙেরূপে গন্ধে কিছু নয় সমতুল ৷
চেয়েও পেলাম না ঐকটাও তার
তাতেবাড়ে লালসা,জন্ম হয় ঈর্ষার ৷
তারপর সেখানের সে ঝরাফুল
ভেঙ্গে দিলে আমার মনের ভূল ৷
সেইতো জাগালো নিত্য অ নিত্য বোধ
আর যুক্তির সংযোগ নয় নিতান্ত প্রোবোধ ,
তবু প্রীতি করে যে ধ্বংসের পথরোধ
এ বার্তায় মন মোর পেয়ে চলে প্রবোধ ৷
তখন বুঝি যে নিত্য ধারণাই হল ভূল  
তাইতো সময়ে ঝরে পড়ে সব ফুল ৷