সেদিনের সে দীন বিশ্বমাঝ
  এক অরাজকতা করে বিরাজ
  জন্মের পূর্ব হ’তে তাই তাঁর
জগৎ পায় পরিচয় মহিমার ৷  
  অতিষ্ট সকলে সয়ে অনাচার
  আর অসহ্য রাজ-অত্যাচার ৷
  তাই সবে উদ্ধারে জন্ম কৃষ্ণের
  শেষ্ট সেই নেতা কুরুক্ষেত্রের৷
  মহান সে যূগের ধর্মযুদ্ধের
  সত্যবদ্ধ সব মহারথীগণের
  অক্ষমতায় নতশির যখন
রাজসভায় দেখে সে বস্ত্রহরণ ;
তখনই তৎপর যিনি সম্ভ্রমরক্ষায়
তিনিই কৃষ্ণ ,উপস্থিত ধর্মসভায় ৷
এই শুভদিনে জন্ম নিতে তাঁরে
দেখেছে বিশ্ব কংস-কারাগারে ৷
তাইতো শুভদিন এ জন্মাষ্টমী
ধন্য তাই এইদিনে সকল মরমী ৷

…………………………………………………..
                       সময়