ভেকোথায় গেল সেই কৃষ্টি আমার
তার সৃষ্টিপাগল সেই মন ;
সুখে দুখে সব ছুটে আসা
বন্ধু,সখা,আত্মীয় পরিজন ৷
হারিয়ে গেছে স্বপ্ন সকল
আর সে মাটির সোঁদা গন্ধঙ্গে টুকরো সব পরিবার
মেলামেশার পথটা হল বন্ধ ৷
ধর্মে,কর্মে আজ স্বার্থপরতা
ঈর্ষা ,দ্বেষ বাড়ে অনুক্ষণ
নেইকো কোথাও মানবতা
হেরে চলেছি দেখ প্রতিক্ষণ ৷
নিজেকে নিয়েই ভাবি নিজে
দেখিনা কোথায় হচ্ছে কী যে
শুধু নিজেদের চায় উন্নতি ,
তাই অন্যায়েও দিই  সম্মতি ৷
ওরা বলে তবু সব চলছে ঠিক
মিথ্যে হল্লা এতে হয় চারিদিক ,৷
মাঠে ঘাটে যায় কটা আর প্রাণ
চারিদিকে দেখ চলে হাসি গান ৷
সবাই তো করছে জীবন ধারণ